Wait, না, প্রথম দেখাতে ভালোবাসিনি আমি
তবে ধীরে-ধীরে জাগল এই অনুভূতি
আমি সারাদিন ভেবে এই ভাবেই
যায় আমার রাত পেরিয়ে
দুনিয়া ভাবুক যা ভাবার আছে
তবে আমিতো ভাববো শুধু তোমাকে
ভেবে-ভেবে এই ভাবে
সময় আমার পেরিয়ে
বলবো, বলবো করে বলা হয়নি
কপালে যাই থাকুক না কেন বলবো ভাবছি
এই কিছু কথা মনের
যা আগে বলা হয়নি
ছিলাম আমি লুকিয়ে এতটা দিন
আজ, সাহস করে বলে দেবো ভাবছি
শোনো তাহলে মনের কথা
I love you, ooh
I love you, ooh
I love you, ooh
I love you
জানি না কী বলবে তুমি এটা শুনে
তবুও ভালোবেসে যাবো চুপি সারে
জানিয়ে দিয়ো যদি ভালোবাসো তুমি
সাদা-মাটা প্রেমের চিঠিতে
I love you, ooh
I love you, ooh
I love you, ooh
I love you
I love you, আগে বলা হয়নি
I love you, শুনছো কী তুমি?
I love you, বলে দাও কিছু please
I love you, অপেক্ষায় বসে আমি
আরে hi, কিছু কথা ছিল মাথায়
যা আমি বলে দিতে চাই
কিন্তু উপায় কোথায়?
শেষ