Key:
Introduction: C G Am F C G Am F
C
Wait, না, প্রথম দেখাতে ভালোবাসিনি আমি
G
তবে ধীরে-ধীরে জাগল এই অনুভূতি
Am
আমি সারাদিন ভেবে এই ভাবেই
F
যায় আমার রাত পেরিয়ে
C
দুনিয়া ভাবুক যা ভাবার আছে
G
তবে আমিতো ভাববো শুধু তোমাকে
Am
ভেবে-ভেবে এই ভাবে
F
সময় আমার পেরিয়ে
C
বলবো, বলবো করে বলা হয়নি
G
কপালে যাই থাকুক না কেন বলবো ভাবছি
Am
এই কিছু কথা মনের
F
যা আগে বলা হয়নি
C
ছিলাম আমি লুকিয়ে এতটা দিন
G
আজ, সাহস করে বলে দেবো ভাবছি
Am F
শোনো তাহলে মনের কথা
C
I love you, ooh
G
I love you, ooh
Am
I love you, ooh
F
I love you
C
জানি না কী বলবে তুমি এটা শুনে
G
তবুও ভালোবেসে যাবো চুপি সারে
Am
জানিয়ে দিয়ো যদি ভালোবাসো তুমি
F
সাদা-মাটা প্রেমের চিঠিতে
C
I love you, ooh
G
I love you, ooh
Am
I love you, ooh
F
I love you
C
I love you, আগে বলা হয়নি
G
I love you, শুনছো কী তুমি?
Am
I love you, বলে দাও কিছু please
F
I love you, অপেক্ষায় বসে আমি
C G
আরে hi, কিছু কথা ছিল মাথায়
Am
যা আমি বলে দিতে চাই
F
কিন্তু উপায় কোথায়?
C
শেষ