Letra de
Bandhu Tomaye


ছেড়া ঘুড়ি রঙ্গিন বল এই টুকুই সম্বল
আর ছিল রোদ্দুর এ পাওয়া বিকেল বেলা
বাজে বকা, রাত্রি দিন Asterix Tintin
এলোমেলো কথা উড়ে যেত,হাসির ঠেলায়।
সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়।


গল্পের মত, ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত, খেলবনা আড়ি
গল্পের মত, ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত, খেলবনা আড়ি
সে খেলা কানা গলি রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট counter-এ
সে খেলা কানা গলি রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট counter-এ
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়।