Letra de
দুয়ারে আইসাছে পালকি - Duare Aisache Palki

দুয়ারে আইসাছে পালকি
নাইওরি গাও তোলো রে তোলো মুখে
আল্লাহ রসুল সবে বল
ও মুখে আল্লাহ রসুল সবে বল

দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা
তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা।
তোমার আট কুঠুরী নয় দরজা
বন্ধ যে ঐ হলো রে হলো
মুখে আল্লাহ রসুল সবে বল।।

দুয়ারে আইসাছে পালকি
নাইওরি গাও তোলো রে তোলো মুখে
আল্লাহ রসুল সবে বল

দিবানিশি
ওরে দিবানিশি
দিবানিশি যে ছয়জনা দিত কুমন্ত্রনা
আজ তাহারা কোথায় গেল ভাবো দেখি রে মনা।
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে
দীন কী তোমার মাবুদ কে বা তখন কী বলিবে।
ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে
জবানে তাই বল রে বলো মুখে
আল্লাহ রসুল সবে বল।।

দুয়ারে আইসাছে পালকি
নাইওরি গাও তোলো রে তোলো মুখে
আল্লাহ রসুল সবে বল