Letra de
বন্ধু পাশে আছি - Bondhu Pashe Achi

মানলাম তোর আকাশ টা
কালো মেঘের ঢাকা
জীবন নদীর স্রোতের তোড়ে
স্বপ্ন আঁকাবাঁকা
করছেনা আর সহ্য শরীর
হার মেনেছে মন
পুরো পৃথিবী তোর কাছে
অন্ধকার এক বন

তখন মনে রাখবি
আমি আছি
তুই আছিস তাইতো এত সুন্দর করে বাঁচি( বন্ধু )
তুই আছিস তাইতো এত সুন্দর করে বাঁচি

মানলাম আমি অনেক দুরে
হচ্ছেনা আর দেখা
বাস্তবতার ক্যানভাসে আজ
ভিন্ন মোদের রেখা
ছাড়লাম তোকে একাকি তাই
করিসনা সেই ভুল
আসুক যতই দু:খের শ্রাবন
নড়বিনা এক চুল

তখন মনে রাখবি
পাসে আছি
তুই আছিস তাইতো এত সুন্দর করে বাঁচি ( বন্ধু )
তোরা আছিস তাইতো এত সুন্দর করে বাঁচি