Tono: G
Introducción:
G C
জনাথন কে তাকে সবাই ডাকে বলে জনি
C G
তার কুকুরের নাম কেনো খিট কেউ জানেনা
D C
খিট কে নিয়ে খিটখিটে বুড়ো জনি
D G
খুঁড়িয়ে খুঁড়িয়ে পার হয়ে যায় রাস্তা
G C
সারাদিন রাত নেশা করে কুপোকাত বুড়ো জনি
C G
সকাল সন্ধ্যে যখন তখন
D C
শুধু রাতের আকাশ যদি বৃষ্টির আভাস দেয় কোনোদিন
D G
বেজে ওঠে হঠাৎ জনির গ্রামাফন
G
লা পালোমা লা,
C
লালা লা লাললা, লালা লা লাললা, লা
D G
লাল লা, লালাল লা লাললা,লা লালা লাললা, লালালা লা লাললা লে
G C
চল্লিশ বছর আগেকার জনাথন জনি
C G
টানটান শরীরে শুধুই ভালোবাসা
D C
নাচলে পরে যেত থমকে আমার শহর
D G
জিন কেনির আমার কালচে কলকাতা
G C
আমার ছোট্ট বেলার সেই লুকিয়ে ফেলা ম্যাটিনি
C G
সপ্তপদী কত কত কখনও মেঘ
D C
তারই হাত ধরে নাচতে শিখেছিল ওয়ান টু চ্যা চ্যা চ্যা
D G
উত্তম কুমার ... সুচিত্রা সেন... ।।
G
লা পালোমা লা,
C
লালা লা লাললা, লালা লা লাললা, লা
D G
লাল লা, লালাল লা লাললা,লা লালা লাললা, লালালা লা লাললা লে
G C
আজ বুড়িয়ে গিয়ে তাই খুঁড়িয়ে হাঁটে বুড়ো জনি
C G
আসেনা তো কেউ আর শিখতে তার কাছে নাচ
D C
শুধু ফার্নিচারে জমে ওঠে অসংখ্য ধুলো
D G
আর কার্নিশে গজায় এলোমেলো বটগাছ
G C
তবু রাতের আকাশ যদি বৃষ্টির আভাস দেয় কোনোদিন
C G
বেজে ওঠে জনির ভাঙা চোঙা গ্রামাফন
D C
দেওয়ালে নাচে পাগলা জনির ছায়া
D G
আর একলা নাচে পাগলা জনির মন... ।।
G
লা পালোমা লা,
C
লালা লা লাললা, লালা লা লাললা, লা
D G
লাল লা, লালাল লা লাললা,লা লালা লাললা, লালালা লা লাললা লে