Tono:
Introducción:
C Am
আজো বেলা হয়ে গেলো ঘরে ফিরতে
C G
আর কিছুটা সময় থেকে গেলেও পারতে
F E7
আজ বৃষ্টির শেষে হলুদের এই শহর
F G C
ফোঁটায় ফোঁটায় তোমাকেই পেতে চাইছে।
C Am
আজো বেলা হয়ে গেলো ঘরে ফিরতে
C G
আর কিছুটা সময় থেকে গেলেও পারতে
F E7
আজ বৃষ্টির শেষে হলুদের এই শহর
F G C
ফোঁটায় ফোঁটায় তোমাকেই পেতে চাইছে।
C Dm
আমার ব্যক্তিগত সব দুঃখগুলোর ভীড়ে
G F
যতো বিষাদ ঠেলে বেড়ে ওঠে এ রাতটা
Dm G
আমি আছি আর তুমিও আছো,দুজন যে যার পথে
F G C
হারালো শুধু আজকে রাতের চাঁদটা