আকাশে তারাগুলো
সব যে গেল খসে
আমি ধ্রুবতারা হয়ে
একাকি আছি বসে (2)
এই যন্ত্রণা আমায় জ্বালাক
কষ্টগুলো আমায় পোড়াক
নীরবতা আমায় নিয়ে
আকাশে ডানা মেলাক
এই একলা ঘর
চারদিকে যত আলো
সব যে গেল নিভে
শিখাহীন প্রদীপ হাতে
হেঁটে চলেছি নীরবে (2)
সেই প্রদীপ হারিয়ে যাক
সময়গুলো থমকে দাঁড়াক
জমে থাকা অশ্রুগুলো
কাল আঁধারে লুকাক
এই একলা ঘর আমারি থাক
এই অন্ধকার আমায় পা'ক
এই স্তব্ধতা আমায় নিয়ে
কোন সুদূরে হারাক
এই একলা ঘর